সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

কা’বার ইমাম শাইখ সালেহ আলে তালেবকে ১০ বছরের কারাদণ্ড দিলো সৌদি আরব

spot_imgspot_img

মসজিদে হারামের সাবেক ইমাম ও খতিব শাইখ সালেহ বিন মুহাম্মাদ আলে তালেবকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরবের আপিল আদালত।

সোমবার (২২ আগস্ট) শাইখ আলে তালেবের ১০ বছরের কারাদণ্ডের খবরটি অনলাইনে ছড়িয়ে পড়ে। এরপর এর সত্যতা নিশ্চিত করে একটি মানবাধিকার সংস্থা।

২০১৮ সালের আগস্টে গ্রেফতার হোন শেখ সালেহ আলে তালেব। বলা হয়ে থাকে মসজিদে হারামে এক খুতবায় তিনি সৌদি আরবের বর্তমান শাসকের উদারনীতি, কনসার্ট ও ইসলাম বিরোধী অনুষ্ঠান আয়োজনের সমালোচনা করেছিলেন। এরপরই তিনি গ্রেফতার হোন।

শেখ সালেহ আলে তালেবে ১৯৭৪ সালের ২৩ জানুয়ারি রিয়াদের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন৷ গ্রেফতারের আগ পর্যন্ত তিনি মক্কার মসজিদে হারামের ইমাম ও খতিব এবং মক্কার একটি আদালতের বিচারক ছিলেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img