বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

কোনো এক অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে: চরমোনাই পীর

অন্তর্বর্তী সরকারকে কোনো এক অদৃশ্য শক্তি প্রভাবিত করছে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কার ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছিল। কিন্তু সংস্কার কার্যকর হওয়ার আগেই নির্বাচনের ঘোষণা দিয়েছে। মনে হচ্ছে, কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে। সেই শক্তি থেকে মুক্ত হয়েই বাংলাদেশকে পরিবর্তন করতে হবে।’

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে শরীয়তপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী রেজাউল করীম বলেন, ‘যে জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠিত হয়, তা ফ্যাসিস্ট চরিত্রের সরকার ছাড়া আর কিছুই নয়। সেই সরকারের আমলে দেশের সম্পদ বিদেশে পাচার হয়, বেগমপাড়া গড়ে ওঠে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘১৯৭১ সালে হাজারো মানুষ জীবন দিয়েছে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আজ আমরা দেখছি, ষড়যন্ত্র, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন, দুর্নীতি আর লুটপাটে দেশকে নষ্ট করা হচ্ছে। আমাদের পরিবর্তন আনতেই হবে। এজন্য জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। এতে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে, সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, আর কোনো ফ্যাসিস্ট চরিত্রের সরকার প্রতিষ্ঠিত হবে না।’

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর আরও বলেন, ‘আমরা এই দেশের সন্তান, তাই এর ভালো-মন্দ নিয়ে ভাবার দায়িত্ব আমাদেরই। ফ্যাসিস্ট, চাঁদাবাজ, খুনিদের যেন আর কখনো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা না হয়।’

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img