বিতর্কিত নাগার্নো কারাবাখ অঞ্চলের ওপর আজারবাইজান পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কয়েক দিনের মাথায় দেশটি সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট ও মুসলিম বিশ্বের অন্যতম নেতা রজব তাইয়েব এরদোগান।
গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) আজারবাইজানের নাখিচেভান শহরে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, নাগার্নো কারাবাখে আজারবাইজান সেনাবাহিনীর অর্জন ‘গর্ব করার মতো বিষয়’ এবং এর ফলে ওই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথ উন্মুক্ত হয়েছে। এই সুযোগকে কোনোমতে হাতছাড়া করা উচিত হবে না বলে এরদোগান মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা আশা করব আর্মেনিয়া শান্তি প্রতিষ্ঠার জন্য হাত বাড়িয়ে দেবে এবং এ লক্ষ্যে আন্তরিক পদক্ষেপ নেবে।











