মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইলী হামলায় হামাসের তুলকারাম প্রধান কমান্ডারের শাহাদাত বরণ

বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় শাহাদাত বরণ করলেন ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের তুলকারাম এলাকার প্রধান কমান্ডার ইসমাইল জামিল আওদাহ।

শনিবার (২৬ অক্টোবর) ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় কমান্ডার আওদাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের তুলকারামে আমরা ২৯ বছর বয়সী কমান্ডার ইসমাইল জামিল আওদাহর মরদেহ খুঁজে পেয়েছি। আজ ভোরে তুলকারাম পার্শ্ববর্তী আস-সালাম এলাকার এক আবাসিক ভবন ঘিরে অভিযান চালিয়েছিলো ইসরাইলী সেনারা। অভিযানে আপার্টমেন্টগুলোতে মুহুর্মুহু গুলিবর্ষণের পাশাপাশি ২০ এর অধিক বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে ইসরাইল সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবী করা হয় যে, তারা পশ্চিম তীরের তুলকারামে গোয়েন্দা অভিযান পরিচালনা করে। এতে তারা এক হামাস কমান্ডারকে হত্যা করতে সক্ষম হয়। অপর এক বিবৃতিতে তারা নিহতের পরিচয় স্বরূপ হামাস কমান্ডার ইসমাইল জামিল আওদাহর নাম প্রকাশ করে। এতে আরো বলা হয়, গত ৩ অক্টোবরের বিমান হামলায় তুলকারামের প্রধান হামাস কমান্ডার জাহি আওফীর মৃত্যুর পর আওদাহ এর নেতৃত্বভার গ্রহণ করেছিলেন। ধারাবাহিক সশস্ত্র অভিযানের পরিকল্পনা সাজিয়ে হামাসের তুলকারাম শাখাকে নেতৃত্ব দিয়ে আসছিলেন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ