রবিবার | ২৬ অক্টোবর | ২০২৫

নতুন ব্যালিস্টিক ক্ষেপণা/স্ত্রের পরীক্ষা চালাল তুরস্ক

নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প, যা দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রোকেটসান দ্বারা উৎপাদিত।

শুক্রবার (২৪ অক্টোবর) প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন এই খবর নিশ্চিত করেছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত… এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর। সুন্দর একটি দিন, আরেকটি সফল পরীক্ষা। পরিসর বাড়ছে, আঘাতের নির্ভুলতা বাড়ছে। রোকেটসান ও যারা অবদান রেখেছেন, তাদের ধন্যবাদ।’

এর আগে, ফেব্রুয়ারিতে তুরস্ক ইতিমধ্যেই তার ‘টাইফুন’ শর্ট-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিল। গত জুলাইয়ে রোকেটসানের প্রধান মুরাত ইকিঞ্চি জানিয়েছিলেন যে, টাইফুনের উন্নত সংস্করণ ‘ব্লক-৪’-এর পরীক্ষা শিগগিরই শুরু হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img