মঙ্গলবার | ২৭ জানুয়ারি | ২০২৬
spot_img

লেবাননে হামলা চালিয়ে সংবাদ উপস্থাপককে হত্যা করল ইসরাইল

দক্ষিণ লেবাননের টাইর শহরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় দেশটির টিভি চ্যানেল আল-মানার’র একজন উপস্থাপক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার (২৬ জানুয়ারি) নিহত ওই উপস্থাপকের নাম আলি নূর আল-দীন। তিনি হিজবুল্লাহ–সম্পৃক্ত আল-মানার টিভিতে কাজ করতেন।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে লেবাননে ইসরাইলের চলমান হামলা এখন গণমাধ্যমকর্মীদের দিকেও বিস্তৃত হচ্ছে।

হিজবুল্লাহ আরও জানায়, আলি নূর আল-দীন টাইরের উপশহর আল-হাওশ এলাকার প্রধান ধর্মীয় বক্তা (খতিব) হিসেবেও দায়িত্ব পালন করতেন।

আল-মানার টিভি নিশ্চিত করেছে, টাইরে চালানো ওই হামলায় আলি নূর আল-দীন নিহত হন। তারা জানায়, তিনি আগে আল-মানার চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করতেন।

লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস ইসরাইলের এ হামলার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, এসব হামলায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদেরও রেহাই দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, ‘আমরা সংবাদকর্মীদের পরিবারের প্রতি সংহতি ও সমবেদনা জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি—তারা যেন তাদের দায়িত্ব পালন করে, এসব লঙ্ঘন বন্ধে জরুরি পদক্ষেপ নেয় এবং লেবাননের গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত করে।’

আলি নূর আল-দীনের মৃত্যুর আগে ২০২৩ সাল থেকে লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ছয়জন লেবাননি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। তবে অন্য কিছু সংস্থার হিসাবে নিহত সাংবাদিকের সংখ্যা ১০ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ