বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা দলের রাজনীতির বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো যাবে না, চাঁদাবাজি হবে না। হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী।
আসন্ন নির্বাচনকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি কেবল ক্ষমতা বদলের লড়াই নয়, জনগণের মাধ্যমে রাজনীতির গতিপথ পাল্টে দেয়ার সুযোগ।
তিনি জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।











