বুধবার | ২৮ জানুয়ারি | ২০২৬
spot_img

আমেরিকার এক ডলারে পাওয়া যাচ্ছে ১৫ লাখ ইরানি রিয়াল

আমেরিকার সঙ্গে উত্তেজনার মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক ডলারে মিলছে ১৫ লাখ ইরানি রিয়াল।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মুদ্রা ট্র্যাকিং ওয়েবসাইটে এ তথ্য দেখা গেছে। এরমধ্যে শুধুমাত্র গত এক মাসেই ইরানি মুদ্রার দাম ৫ শতাংশ কমেছে।

ইরানের নবনিযুক্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এমন দরপতনের মধ্যে বলেছেন, “বৈদেশিক মুদ্রার বাজার তার স্বাভাবিক পথে চলছে।”

গত মাসের ২৮ তারিখে ইরানে বিক্ষোভ শুরু হয়। যা দ্রুত সময়ে সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়। তবে এই বিক্ষোভ কঠোরহস্তে দমন করে ইরানের নিরাপত্তাবাহিনী। এটিকে অজুহাত বানিয়ে ইরানে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এরমধ্যেই মুদ্রার দামে এমন অস্বাভাবিক পতন হয়েছে।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ