মঙ্গলবার | ২৭ জানুয়ারি | ২০২৬
spot_img

২দিন ধরে নিখোঁজ কয়েজ আলী; সন্ধান পেতে পরিবারের আকুতি

গত দু’দিন যাবত কয়েজ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে খোজে পাওয়া যাচ্ছে না। তার পবিরাব সূত্রে জানা গেছ, রাজধানীর রায়েবাগের মোহাম্মাদ বাগ থেকে তিনি নিখোঁজ হন।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৮ টায় তিনি নিখোঁজে হন।

তার গায়ের রং: শ্যামলা কালো। উচ্চতা: প্রায় ৫’৭”। হারানো সময় তার গায়ে ছিল সাদা পাঞ্জাবি।

নিখোঁজ কয়েজ আলীর ছেলে সুলতান মাহমুদ জানিয়েছেন, সোমবার সকাল ৮ টার দিকে ঢাকা রায়েরবাগ বাসা থেকে হাটাহাটির উদ্দেশ্য বাহির হয়ে আর বাসায় আসেনি তার বাবা। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, তার বাবা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ, তাই নাম ঠিকানা কিছুই মনে থাকে না। তিনি হয়ত ঢাকায় আশেপাশে কোথায় ভুলে চলে গেছেন।

যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

মাইনউদ্দীন: ০১৭১৬২১৯৬৮১
সুলতান মাহমুদ: ০১৭৩৬৫৯৬৭৮৮

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ