মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

আফগান সংলগ্ন তোরখাম সীমান্ত বন্ধ রাখায় ৬দিনে পাকিস্তানের ক্ষতি ১ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার

আফগান সংলগ্ন তোরখাম সীমান্ত বন্ধ রাখায় বাণিজ্যে ৬দিনে ১ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার ক্ষতি হয়েছে পাকিস্তানের।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির কাস্টমসের পক্ষ থেকে একথা জানানো হয়।

তোরখামের কাস্টমস কর্মকর্তা মুজিব খান শিনওয়ারী বলেন, আজ টানা ষষ্ঠ দিনের মতো গুরুত্বপূর্ণ পাক-আফগান বাণিজ্য করিডর তোরখাম সীমান্ত বন্ধ রয়েছে। এতে ১ কোটি ২০ লক্ষ মার্কিন ডলারের বাণিজ্য ক্ষতি হয়েছে পাকিস্তানের।

তিনি আরো বলেন, তোরখাম জিরো পয়েন্ট ঘেঁষে তালেবান নেতৃত্বাধীন ইমারাত সরকারের নিরাপত্তা বাহিনীর ফাঁড়ি নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে গত শনিবার সীমান্তটি বন্ধ করে দেয় পাকিস্তান সরকার। এতে করে স্থানীয় ব্যবসায়ী এবং দৈনিক মজুরির শ্রমিকরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও চাপের মুখে ফেলেছে।

এছাড়া উভয় পক্ষই প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করায় সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। সীমান্ত বন্ধের পাশাপাশি তাই কাস্টমস, ইমিগ্রেশন ও পুলিশদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

পাক অভিবাসন কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ তোরখাম দিয়ে সীমান্ত অতিক্রম করে থাকে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় উভয় প্রান্তের হাজার হাজার মানুষ আটকা পড়েছে। ব্যবসা সহ বিভিন্ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাকিস্তান ও আফগানিস্তান দু’দেশের জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য করিডর। এটি যতদিন বন্ধ থাকবে ক্ষতির পরিমাণ ততই বাড়তে থাকবে।

সূত্র: আমু

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img