মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

৩০ দিনের মধ্যে সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের অপসারণ করতে যাচ্ছে আমেরিকা

৩০ দিনের মধ্যে সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের অপসারণ করতে যাচ্ছে আমেরিকা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) আদালতে এই সংক্রান্ত স্বারক লিপি জমা দেয় পেন্টাগন।

স্বারক লিপি মারফত আদালতকে জানানো হয়, গত মাসে সেনাবাহিনীতে ট্রান্সজেন্ডারদের যোগদান ও সেবা নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে এর পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। এর অংশ হিসেবে বাহিনীতে থাকা ট্রান্সজেন্ডারদের অপসারণ করা হবে, যদি না অপসারণ না করতে তাদের বিশেষ ছাড় দেওয়া হয়। অতিদ্রুত ট্রান্সজেন্ডার সেনা সদস্যদের সনাক্তে একটি নীতিমালা প্রনয়ণ করা হবে এবং ৩০ দিনের মধ্যে তালিকা করে তাদের বরখাস্ত করা হবে।

এছাড়াও বলা হয়, ট্রান্সজেন্ডাররা জেন্ডার ডিসফোরিয়ায় আক্রান্ত, যা সরকারের সেনা প্রস্তুত নীতি ও আদর্শ সৈন্যের সাথে সাংঘর্ষিক। তাদের চিকিৎসা, অস্ত্রোপচার এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সীমাবদ্ধতাও রয়েছে। পেন্টাগনে তারা নিজেদের (নারী/পুরুষ/ট্রান্স) চিহ্নিত করবে সেই সুযোগও নেই। কারণ এধরণের ব্যক্তিরা জেন্ডার ডিসফোরিয়ায় আক্রান্ত থাকায় ট্রান্সজেন্ডার কত ধরণের হতে পারে এর সুনির্দিষ্ট সংখ্যা নেই পেন্টাগনের কাছে।

এর পূর্বে গত ২১ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন। তন্মধ্যে ট্রান্সজেন্ডার নিষিদ্ধ অন্যতম। তিনি বলেছিলেন, আমেরিকায় শুধু ২টি লিঙ্গ পরিগণিত হবে। হয়তো পুরুষ, নয়তো নারী।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img