রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

পালানোর সময় আসাদ আমলের সিরিয়ার গ্র্যান্ড মুফতী গ্রেফতার

spot_imgspot_img

সিরিয়ার সুন্নি মুসলিম গণহত্যার অন্যতম সহযোগী, বাশার আল আসাদের আমলের গ্র‍্যান্ড মুফতী আহমাদ বদরুদ্দীন হাসুনকে গ্রেফতার করেছে বিপ্লবোত্তর সিরিয়ার প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে দামেশক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, বাশার সরকারের পতনের দুইদিন পর সামান্য সময়ের জন্য সিরিয়ার বিপ্লবী বাহিনী তাকে হেফাজতে নিয়েছিলো। কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে এবার পালানোর চেষ্টা করলে তাকে ফের গ্রেফতার করে আহমদ শর’আ আল জুলানীর নেতৃত্বাধীন নতুন প্রশাসন।

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাশার বাহিনী যখন সিরিয়ার বিভিন্ন অঞ্চলে নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে, তখন সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৮ ফেব্রুয়ারি, ক্ষুব্ধ জনতা আহমাদ হাসুনের বাসভবনে হামলা চালায়। যদিও তিনি মারধরের হাত থেকে রক্ষা পান।

এই ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ পায়, যেখানে দেখা যায় হালবের ফুরকান জেলায় অবস্থিত তার বাড়িতে জনতা প্রবেশ করছে। একপর্যায়ে তাকে দেখতে পেয়ে উচ্চকণ্ঠে চিৎকার শুরু করে তারা, আর তিনি দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে ওই জনতা তার গ্রেফতারের দাবিও জানায়।

আহমাদ বদরুদ্দীন হাসুন ২০০৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সিরিয়ার গ্র‍্যান্ড মুফতী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে পদটি বিলুপ্ত করা হয়।

তিনি বাশার সরকারের পক্ষে একের পর এক ফতোয়া দিয়ে হত্যাযজ্ঞকে বৈধতা দিতেন। শুধু সিরিয়াতেই নয়, মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ভারতের মোদি সরকারের অধীনে কাশ্মীরী ও ভারতীয় মুসলিমদের নিধনের ক্ষেত্রেও শরঈ সাফাই দিয়ে তিনি আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দেন।

তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি সিরিয়ার সাধারণ জনগণের উপর রুশ ও বাশার বাহিনীর বোমাবর্ষণকে সমর্থন করে বক্তব্য দিতেন। এজন্য তিনি ‘ব্যারেল মুফতি’ নামে উপহাসিত হন।

তিনি একসময় আমেরিকা ও পশ্চিমা বিশ্বকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছিলেন, “যদি তারা সিরিয়ায় হামলা চালায়, তবে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর বড় শহরগুলোতে আত্মঘাতী হামলা চালানো হবে।”

তিনি দাবি করেন, “আমাদের ছেলেরা পশ্চিমা শহরগুলোতে প্রস্তুত রয়েছে এবং যে কোনো সময় আত্মঘাতী হামলার জন্য তৈরি।”

সূত্র: আল জাজিরা, দা নিউ আর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img