রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

ঝিনাইদহ সীমান্তে ২ বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ

spot_imgspot_img

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২ বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ রোববার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার সীমান্তবর্তী এলাকা মধুপুরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

নিহতরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

স্থানীয়রা জানান, রবিবার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবি উঠছে। এই হত্যাকাণ্ডের জন্য বিএসএফকেই দায়ী করছেন স্থানীয়রা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img