আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা বেড়ে ১০৩ জনে পৌঁছেছে। আহত হয়েছে আরও অন্তত ১৫০ জন। এ বোমা হামলার দায় স্বীকার করেছে দায়েশ খোরাসান। নিজস্ব বার্তা সংস্থা আমাক-এর এক প্রতিবেদনে হামলার দায় স্বীকার করে তারা। তবে এ হামলার সঙ্গে তালেবানরা জড়িত নয় বলে জানিয়েছে আমেরিকা।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি।
তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কাছে কোনও তথ্য নেই। এখন পর্যন্ত আমরা যা জানি, তাতে তালেবান এই হামলার সঙ্গে জড়িত নয়। তালেবান এই হামলার ব্যাপারে জানতো বা এর সঙ্গে জড়িত ছিল না বলেই মনে করি।
তিনি আরও বলেন, এই হামলার পর উদ্ধার অভিযান চালিয়ে নেওয়ার জন্য তালেবানদের সঙ্গে সমন্বয় করতে হবে মার্কিন বাহিনীকে। দেখুন, তালেবানের ব্যাপারে আমরা কি ভাবছি সেটা নিয়ে অতিরঞ্জিত করতে চাই না। আমরা তাদের বিশ্বাস করি না। তারা আমাদের বন্ধু নয়। আমরা কখনও এটা বলিনি। কিন্তু এটাও সত্য যে আফগানিস্তানের বিশাল অঞ্চল এখন তালেবানদের নিয়ন্ত্রণে। আর তালেবানদের সঙ্গে সমন্বয়ের কারণেই আজ পর্যন্ত আমরা ১ লাখ ৪ হাজারের বেশি মানুষ উদ্ধার করতে পেরেছি। ১ লাখ ৪ হাজার মানুষের জীবন বাঁচাতে পেরেছি। আর উদ্ধার অভিযান চালানোর জন্য এই সমন্বয় করাটা জরুরি।