মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

হবিগঞ্জে হাওরে বজ্রপাতে নিহত ২

spot_imgspot_img

হবিগঞ্জ জেলার বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার হাওরে আজ মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের করিম হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৬) ও বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে বাহার উদ্দিন (৪০)।

জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস জানান, ভিন্ন স্থান ও ভিন্ন সময়ে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুইজন মারা যায়। তাদের পরিবারকে সরকারিভাবে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে।

বানিয়াচং থানার ওসি অজয় রায় ও আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, নিহতদের মরদেহ তাদের পরিবারে হস্তান্তর করা হলে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

সূত্র: বাসস

সর্বশেষ

spot_img
spot_img
spot_img