বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

মার্কিন বাহিনীর উপস্থিতিতে আফগানিস্তান নিরাপদ ছিল না: এরদোগান

তুরস্কের রজব তাইয়েব এরদোগান বলেছেন, মার্কিন সেনাবাহিনীর উপস্থিতিতে আফগানিস্তান নিরাপদ ছিল না।

তিনি বলেন, দুই দশকে মার্কিন বাহিনীর উপস্থিতির কারণে আফগানিস্তান নিরাপদ ছিল না। বিপরীতে প্রতিদিন আরও রক্তপাত হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) আমেরিকার সিবিএস নিউজে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, আফগানের বর্তমান সরকার যদি নিজেদেরকে একটি অন্তর্ভুক্তিমূলক সরকারে রূপান্তরের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে তুরস্ক অবশ্যই আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে যাবে।

এরদোগান আরও বলেন, আমেরিকার তৈরি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সুযোগ দেওয়া হয়নি আমাদের। একইসঙ্গে ১.৪ বিলিয়ন ডলার অর্থ পরিশোধের পরও এফ-৩৫ যুদ্ধবিমানের ডেলিভারি দেয়নি ওয়াশিংটন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img