ভারতে ঈদে মিলাদ উন নবী উপলক্ষে এলাকা সজ্জিত করার কারণে এক মুসলিম নারীকে হেনস্থা ও মারধর করেছে একদল হিন্দুত্ববাদীরা। এসব হিন্দুত্ববাদীরা স্থানীয় একটি উগ্র ডানপন্থী দলের সাথে জড়িত বলেও জানা গিয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) ভারতের মধ্যপ্রদেশের বৃহত্তম শহর ইন্দোরের গরীব নেওয়াজ কলোনিতে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, ঈদে মিলাদ উন নবী উপলক্ষে এলাকা সজ্জিত করা হলে তা ভাঙচুর ও নষ্ট করতে ছুটে আসে একদল উগ্র হিন্দুত্ববাদীরা। এতে মুসলিম নারীরা বাধা প্রদানের চেষ্টা করলে তা সংঘর্ষে রুপ নেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, একজন মুসলিম নারীকে নির্মমভাবে প্রহার করছে হিন্দুত্ববাদী দলের এক যুবক।
পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়ায় সংঘর্ষ থামে। পুনরায় যেন সংঘর্ষ শুরু না হয় এজন্য এলাকাজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন একজন পুলিশ সদস্য।
সূত্র: মুসলিম মিরর











