শুক্রবার | ৯ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সঙ্গে সমঝোতা হয়েছে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গাজ্জা ও ফিলিস্তিনে যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে তারা একটি সমঝোতায় পৌঁছেছেন। ‘আমরা বলেছি, দুই-রাষ্ট্র সমাধানই অঞ্চলে স্থায়ী শান্তির ফর্মুলা, বর্তমান পরিস্থিতি আর চলতে পারে না।’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে বৈঠকের আলোচনার প্রতিলিপি প্রকাশিত হয়।

প্রতিলিপি অনুযায়ী এরদোগান সাংবাদিকদের বলেন, ‘গাজ্জায় হত্যাযজ্ঞ বন্ধের ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমাদের বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প গাজ্জায় যুদ্ধ বন্ধ করা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।’

তিনি বলেন, ‘আমরা ব্যাখ্যা করেছি কীভাবে গাজ্জা ও পুরো ফিলিস্তিনে যুদ্ধবিরতি আনা যায় এবং পরবর্তীতে কীভাবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এ নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে। আমরা বলেছি, দুই-রাষ্ট্র সমাধানই অঞ্চলে স্থায়ী শান্তির ফর্মুলা, বর্তমান পরিস্থিতি আর চলতে পারে না।’

সিরিয়া প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শা’রার অংশগ্রহণ নতুন সিরীয় সরকারের বৈশ্বিক বৈধতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ