ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে এক হাজার ৩০০ অবৈধ ইহুদি বসতি গড়ার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উদ্যোগের কঠোর প্রতিবাদ জানিয়েছে তেল আবিবকে দেওয়া বৃহৎ অর্থ ও অস্ত্রের মজুদদাতা দেশ আমেরিকা।
বাইডেন প্রশাসন বলছে, ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে হাজারের বেশি বসতি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরাইল সরকার। মার্কিন প্রশাসন ইসরাইলের এমন পরিকল্পনায় গভীরভাবে উদ্বিগ্ন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস এ নিন্দা জানান।
তিনি বলেন, এতে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধানের যে সম্ভাবনা তা ক্ষতিগ্রস্ত হবে। এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমিয়ে আনার প্রক্রিয়ার সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ এবং সাংঘর্ষিক।











