মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

উত্তর গাজ্জায় আবারো ইসরাইলি হামলা; শহীদ ৪৫ ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার উত্তর অঞ্চলে অবস্থিত বেইত লাহিয়া এলাকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলার কারণে ৪৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো কয়েক ডজন।

শনিবার স্থানীয় সময় রাতে এই বর্বরোচিত হামলা চালায় অবৈধ রাষ্ট্র ইসরাইল। প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়টি ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মেহদাত আব্বাস জানান, গত এক সপ্তাহে উত্তর গাজ্জার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ৯০০’র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী।

তিনি আরো জানান, উত্তর গাজ্জায় আহতদের চিকিৎসা প্রদানের জন্য কামাল আদওয়ান নামে হাসপাতালটি সর্বশেষ কার্যকরী ভূমিকা পালন করছিল। তবে এই হাসপাতালের তিনজন চিকিৎসক বাদে সকলকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। অনেকে আবার ভীত সংক্রান্ত হয়ে পালিয়ে গিয়েছেন।

মেহদাত বলেন, “স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে গণহত্যা সংগঠিত করছে ইসরাইলি বাহিনী।”

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ