‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ সম্মেলনে অংশ নিতে আগামীকাল সৌদি আরবে যাবেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারা। সফরকালে সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
প্রেসিডেন্ট আল-শারা ও ক্রাউন প্রিন্সের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক ইস্যু নিয়েও আলোচনা করবেন উভয় নেতা।
সৌদির রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ সম্মেলনের নবম আসরে বক্তব্য প্রদান করবেন সিরিয়ার প্রেসিডেন্ট। এছাড়া তিনি বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে থাকবে সিরিয়া মন্ত্রিপরিষদের সদস্য, জ্যেষ্ঠ কর্মকর্তা ও জাতীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
উল্লেখ্য, ‘সমৃদ্ধির চাবিকাঠি’ প্রতিপাদ্যে আগামীকাল শুরু হতে যাওয়া ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের নবম আসর টানা চার দিন চলবে। এতে বিশ্বনেতা, রাষ্ট্রপ্রধান, শীর্ষ বিনিয়োগকারী ও নীতিনির্ধারকরা উপস্থিত থাকবেন। সম্মেলনে প্রযুক্তি ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানবজাতির জন্য সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যৎ গড়ার কৌশল নিয়ে আলোচনা হবে।
সূত্র: সানা









