সোমবার | ২৭ অক্টোবর | ২০২৫

আপা আর ফিরে আসবেন না: মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আপা ফিরে আসবেন না। আপা যদি তার প্রভুর কাছে পালিয়ে না যেতেন, তাহলে হয়তো ফিরে আসার সুযোগ ছিল। কিন্তু আপার রাজনীতি ডেড হয়ে গেছে সুতরাং তিনি আর ফিরে আসবেন না।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা ইতিহাসের নয়া সন্ধিক্ষণে বাংলাদেশ” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, আগের যুগে সাংবাদিকরা সিংহ ছিলেন। এখনকার সাংবাদিকরাও সিংহ। কিন্তু দুই জাতের সিংহের মধ্যে পার্থক্য আছে। আগের জাতের সিংহরা যখন গর্জন করতো, তখন সিংহাসন কেঁপে উঠত। আর এখনকার সিংহরা সার্কাসের সিংহের মতো। যারা কেবল ক্ষমতার চেয়ারের নিচে মাথা নিচু করে বসে লেজ নাড়তে পারে।

তিনি বলেন, আমরা গত ১৫ বছরে সাংবাদিকতার নামে সার্কাসের পোষ মানা সিংহদের দেখতে পেয়েছি। যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়ারের নিচে বসে পোষা সিংহের মতো লেজ নাড়িয়েছে। কিন্তু আমি বলতে চাই, তারা পোষা কুকুরের মতো লেজ নাড়িয়েছে। ফ্যাসিস্ট সরকারের সময় সেই সমস্ত নামকরা তথাকথিত সম্পাদকেরা শেখ হাসিনার দরবারে গিয়ে তাকে তেলের বন্যা বইয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা হলো শেরে বাংলার সেই সিংহের সাংবাদিকতা, যে সিংহের গর্জনে মসনদ কেঁপে উঠবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকতার জন্য জ্ঞান অর্জন করতে হবে। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img