সোমবার | ২৭ অক্টোবর | ২০২৫

জাতিসংঘ মূল লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে: খলিলজাদ

জাতিসংঘের কার্যক্রমে অকার্যকারিতার অভিযোগ তুলেছেন জাতিসংঘে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত জালমে খলিলজাদ।

তিনি বলেন, “জাতিসংঘ সংঘাত ও চ্যালেঞ্জ মোকাবিলার উদ্যোগগুলো ত্যাগ করেছে। সংস্থার নেতৃত্ব সংকটে ভুগছে এবং মূল লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে।”

খলিলজাদ বলেন, “জাতিসংঘের রাজনৈতিক কার্যক্রম ভুল পথে চলে গেছে। একজন সাবেক প্রতিনিধির দৃষ্টিকোণ থেকে আমি এর এই অবস্থায় গভীর হতাশা অনুভব করছি।”

এর আগে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কম্বোডিয়া-থাইল্যান্ড সংঘাত নিয়ে জাতিসংঘের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছিলেন।

প্রসঙ্গত, জাতিসংঘের মূল দায়িত্ব হলো বিশ্ব শান্তি রক্ষা করা। তবে সাম্প্রতিক সময়ে সংস্থাটির বিরুদ্ধে বিভিন্ন দেশের প্রতি অভিভাবকসুলভ আচরণের অভিযোগ উঠেছে এবং কিছু অঞ্চলে কর্মীদের গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যা সংস্থাটিকে বিতর্কের মুখে ফেলে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img