বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

কয়লা খনি দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ তিনজনকে খালাস দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মাদ আবু তাহের তাদের মামলার দায় হতে খালাস দেন।

অপর দুইজন হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

সকালে খালেদা জিয়ার পক্ষের আইনজীবী জিয়া উদ্দিন ও হান্নান ভুইয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আমরা দাখিল করে তিনজনের অব্যাহতি চেয়ে শুনানি করেন। এসময় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন করতে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত খালেদা জিয়াসহ তিনজনকে খালাস দেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img