বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জামায়াত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ডা. তাহেরকে দেখতে যান বিএনপি মহাসচিব।
এসময় তিনি ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।
ডা. তাহের হৃদরোগজনিত সমস্যার কারণে গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এরই মধ্যে সফলভাবে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।









