সিলেট নগরীর আলোচিত এলাকা টিলাগড়ে ডিবি পুলিশ পরিচয়ে দিনে-দুপুরে ছিনতাই চেষ্টাকালে জনতার হাতে দুই দুর্বৃত্ত আটক হয়েছে।
গণধোলাইয়ের পর জনতা তাদের পুলিশে সোপর্দ করেছেন।
আটককৃত ইমরান আহমদ ও মিজানুর রহমান থানা হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি আবদুল কাইয়ুম চৌধুরী।
পুলিশ জানায়, রোববার বিকালে নগরীর টিলাগড়ের এমসি কলেজের গেটের সামনে ডিবি পুলিশ পরিচয়ে একটি সিএনজি অটোরিকশা থামায় দুই যুবক। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে তারা যাত্রীদের পকেটে হাত ঢুকিয়ে মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে দ্রুত চলে যেতে উদ্যত হয়। এ সময় যাত্রীদের সন্দেহ হলে দুই ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করে এবং গণপিটুনি দেয়। পরে তারা টাকা ও মোবাইল ফোন ফেরত দেয়।