সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের অনুসারীদের হামলায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং ১০ জন আহত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিরিয়ার ভূমধ্যসাগরীয় শহর তারতৌসের কাছাকাছি এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, রাজধানী দামেস্কের কাছে কুখ্যাত সেদনায়া কারাগারে বিদ্রোহের সাথে যুক্ত থাকার দায়ে সাবেক এক কর্মকর্তাকে গ্রেফতার করার সময় নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। সংঘর্ষে তিনজন বিদ্রোহীও নিহত হয়।
এ প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার হোমস শহরে রাত্রীকালীন কারফিউ জারি করেছে।
সূত্র: বিবিসি বাংলা