মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

আফগানিস্তানের জন্য তেহরান অনেক ত্যাগ স্বীকার করেছে বলে দাবি করল ইরান

spot_imgspot_img

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য তেহরান অনেক ত্যাগ স্বীকার করেছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

তিনি বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য তেহরান অনেক ত্যাগ স্বীকার করেছে। আফগানিস্তানের চলমান সংকটের শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের একমাত্র উপায়ে হচ্ছে আন্তঃআফগান আলোচনা চালিয়ে যাওয়া। দেশটিতে টেকসই শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে।

সাঈদ খাতিবজাদে বলেন, আফগানিস্তানে এমন পরিবেশ সৃষ্টি হওয়া দরকার যেখানে জাতি, ধর্ম, বর্ণ ও মাজহাব নির্বিশেষে সেদেশের সকল মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে।

খাতিবজাদে বলেন, আফগানিস্তানের ওপর দুই দশকের দখলদারিত্ব ও আগ্রাসনের অবসান ঘটিয়ে এ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা ছাড়া আমেরিকার সামনে কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আশাকরি মার্কিন সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং আফগান জনগণের দুঃখ-কষ্ট আর না বাড়িয়ে ওয়াশিংটন অবিলম্বে দেশটি থেকে সেনা প্রত্যাহার করবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img