শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

দেশের মানুষ নির্বাচনের প্রতি অনীহা প্রকাশ করেছেন: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের মানুষ নির্বাচনের প্রতি অনীহা প্রকাশ করেছেন। মানুষ এখন আর নির্বাচনে ভোট দিতে যান না।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের গাজীপুর জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ক্ষমতা গ্রহণের মাধ্যমে মানুষের সেবা করতেই রাজনৈতিক দলগুলোর রাজনীতি। ক্ষমতা গ্রহণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। কিন্তু এখন শুধু একটি দলই নির্বাচনে জয়লাভ করছে। তাই অন্য দলগুলোর রাজনীতিতে টিকে থাকাই দুরূহ হয়ে পড়ছে।

তিনি বলেন, ফলাফল যা-ই হোক, জাতীয় পার্টি সব নির্বাচনে অংশ নেবে। শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে জাতীয় পার্টি। যারা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবেন, তাদের দল থেকে বহিষ্কার করা হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img