শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

উত্তর গাজ্জায় একদিনে ফিরেছেন ৩ লাখের বেশি ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জার উত্তরাঞ্চলে সোমবার (২৭ জানুয়ারি) ফিরেছেন তিন লাখেরও বেশি ফিলিস্তিনি।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) গাজ্জার জনসংযোগ দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

গাজ্জায় হামাসের এক মুখপাত্র জানিয়েছেন, উত্তর গাজ্জায় ফিরে আসা এই বাড়িঘর হারানো এসব ফিলিস্তিনিদের সাময়িক আশ্রয় হিসেবে অন্তত ১ লাখ ৩৫ হাজার তাঁবু প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি বাহিনীর তাণ্ডবে উত্তর গাজ্জার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। ৪৭০ দিন পর নিজেদের বাড়িতে ফিরেছেন তারা।’

ইসরাইলি বাহিনীর দীর্ঘ ১৫ মাসের ধ্বংসযজ্ঞে উত্তর গাজ্জায় এখন কোনো বাড়িঘরই অক্ষত নেই। কিন্তু তারপরও প্রায় ১৫ মাস পর নিজেদের এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত উত্তর গাজ্জার বাসিন্দারা।

সোমবার সকাল থেকেই নেৎজারিম করিডোর দিয়ে উত্তর গাজ্জায় আসতে শুরু করেন হাজার হাজার ফিলিস্তিনি। অনেকেই ঘোড়া কিংবা গাধার গাড়িতে নিজেদের মালপত্র নিয়ে আসেন। এ সময় উত্তর গাজ্জার কেন্দ্রীয় শহর গাজ্জা সিটির প্রধান সড়কের একটি ক্ষতিগ্রস্ত ভবনের সামনে ‘গাজ্জায় স্বাগতম’ লেখা ব্যানার টাঙানো ছিল।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img