শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

ট্রাম্পের গাজ্জা খালি করার বক্তব্য প্রত্যাখ্যান করল জর্দান

গাজ্জার ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে দেওয়ার বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছে জর্দান। দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাফাদি বলেছেন, ফিলিস্তিনিদের সম্পর্কে পূর্বের অবস্থান ধরে রেখেছে আম্মান। নিজেদের ভূমি ছেড়ে অন্য কোথাও যাবে না ফিলিস্তিনিরা। আর এটিই জর্দানের জাতীয় অবস্থান।

সোমবার (২৭ জানুয়ারি) একটি যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করা জর্দানের জন্য আবশ্যক। তা না হলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর আঞ্চলিক প্রতিটি দেশই শান্তি প্রতিষ্ঠার পক্ষে।

আল সাফাদি বলেন, “ফিলিস্তিনি জনগণের সমস্যা ফিলিস্তিনের অভ্যন্তরে বসেই সমাধান করতে হবে। জর্দানের নাগরিকের জন্য জর্দান ও ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিন।”

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে গাজ্জার ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নিয়ে গাজ্জা উপত্যকা খালি করার পরিকল্পনা প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনা অনুযায়ী, গাজ্জার বাসিন্দাদের আশ্রয় দিতে মিসর ও জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আল সাফাদি আরও জানিয়েছেন, জর্দানের রাজার নির্দেশ অনুযায়ী গাজ্জায় আরও বেশি মানবিক সাহায্য পৌঁছে দেবে আম্মান। সেই সঙ্গে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের সমস্যার সমাধান সম্ভব নয় বলেও স্পষ্ট মন্তব্য করেছেন তিনি।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, জাতিসংঘের মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়ক সিগরিদ কাগ। তিনি এই মুহূর্তে গাজ্জার মানবিক ও পুনর্নির্মাণ প্রচেষ্টার সিনিয়র সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img