বুধবার, মার্চ ১২, ২০২৫

ধাপে ধাপে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে: ইইউ

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা ধাপে ধাপে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এই নিষেধাজ্ঞা শিথিল সম্পূর্ণ শর্তসাপেক্ষ ও প্রয়োজন হলে তা পুনর্বহাল করা হতে পারে বলেও জানিয়েছে ইউনিয়ন।

সোমবার (২৭ জানুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ পররাষ্ট্র বিষয়ক পরিষদের বৈঠকে সিদ্ধান্তটি গৃহীত হয়।

ইউরোপের পলিটিকো পত্রিকার একটি প্রতিবেদন অনুসারে, নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্তটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে। এমন সিদ্ধান্তের উদ্দেশ্য হলো যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করা। সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কার্যক্রমের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান কায়া কালাস বলেন, “নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত পুরোপুরি শর্তসাপেক্ষ। আমরা দ্রুত অগ্রসর হতে চাই, তবে ভুল পদক্ষেপ নিলে নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে।”

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলেন, “সিরিয়ার রাজনৈতিক রূপান্তর, দায়েশ-এর পুনরুত্থান প্রতিরোধ এবং রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও ধ্বংস নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ সিরিয়ার অর্থনীতি ও অবকাঠামোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে এই উদ্যোগ সিরিয়ার পুনর্গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img