সিরিয়ায় বড় পরিসরে পুনর্গঠন ও পুনর্বাসন কাজ শুরু করতে যাচ্ছে তুরস্ক। বিশেষ করে আসাদ সরকারের সময় বছরের পর বছর ধরে চলা সংঘাতে বিধ্বস্ত আবাসিক এলাকাগুলোতে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক ভাষণে একথা জানান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
এরদোগান বলেন, বাশার আল আসাদের সরকারের সময় বোমাবর্ষণে যেসব শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেসব এলাকায় পুনর্নির্মাণের জন্য অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, সিরিয়ায় নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার উন্নতির ফলে প্রতিবেশী দেশগুলো থেকে শুরু করে পুরো অঞ্চলেই এর ইতিবাচক প্রভাব পড়বে।
সিরিয়ার নতুন প্রশাসনের সাম্প্রতিক ডিক্রিকে স্বাগত জানিয়েছেন এরদোগান। ওই ডিক্রিতে কুর্দি নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে, যাদের অনেকেই আসাদের শাসনামলে নাগরিকত্ব হারিয়েছিলেন।
তুর্কি প্রেসিডেন্ট ঐক্যের আহ্বান জানিয়ে জাতিগত বিভেদ উস্কে দেয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।
তিনি আরো বলেন, তুরস্ক সিরিয়ার নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে তার সীমান্তের বাইরে বসবাসকারী কুর্দি সম্প্রদায়ের মানবিক সাহায্যের অনুরোধে সাড়া দিচ্ছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড











