রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ‘ট্রান্সলেশন ইন ডেভেলপমেন্ট সেক্টর’ কর্মশালা

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে “ট্রান্সলেশন ইন ডেভেলপমেন্ট সেক্টর” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭ টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের শিক্ষার্থী নুর নাহার বেগম ডেইজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অনিক বিশ্বাস।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক সৈয়দ নাকিব সাদী। কর্মশালায় তিনি উন্নয়ন সংস্থাগুলোর সাথে অনুবাদ বিষয়ক কাজ করার সম্ভাবনা, পদ্ধতি এবং সুযোগ নিয়ে আলোচনা করেন। তিনি এ বিষয়ে তার নিজের অভিজ্ঞতাও তুলে ধরেন।

অসংখ্য শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রানবন্ত হয়ে ওঠা এ অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকরাও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img