প্রেসক্লাবে ছাত্রদলের কর্মসূচি ঘিরে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
রোববার সকাল আনুমানিক ১১টার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল ও লেখক মোশতাকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে। পরে এ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
এ সংঘর্ষে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। হাবিব উন নবী খান সোহেলসহ আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।