সিলেটে অব্যাহত যানজট, সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল বের হয়ে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মহানগরীর সভাপতি মাওলানা মুখলিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে আরও বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা প্রিন্সিপাল মাহমুদুল হাসান, দক্ষিণ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুক্তার আহমদ, সৈয়দ মোসাদ্দিক আহমদ, মাওলানা সদরুল আমিন, মাওলানা আহমদ সগির আমিন,আলহাজ্ব জুবের আল মাহমুদ, মাওলানা হোসাইন আহমদ ,মাওলানা আমিনুদ্দিন আব্দুল হালিম সাতবাকী, মাওলানা আব্দুল মতিন চৌধুরী, মাওলানা আখতারুজ্জামান, মুফতী জাকারিয়া মাহমুদ,মাওলানা হাসান আহমদ, মাওলানা কবির আহমদ, মাওলানা লুৎফুর রহমান, এম বেলাল আহমদ চৌধুরী, রেজাউল হক, মাওলানা আব্দুল মালিক, মাওলানা সাইফুল ইসলাম (এলএলবি), মাওলানা মাওলানা খাইরুজ্জামান, মাহমুদুল হাসান নোমান, মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান,মাওলানা আব্দুল আহাদ নোমান, শাহ আদনান, মাওলানা আফজল, মাওলানা আবু হানিফা সাদী, আইনুল ইসলাম, সৈয়দ শাকির আলী, আব্দুল করিম দিলদার , আবু তাহের প্রমুখ।