মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা থেকে এক পা, দু’পা করে সরে আসছে, তখন আতঙ্কের ছায়া ঘনিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কপালে। রাশিয়ার আগ্রাসী ভূমিকায় বাড়ছে উদ্বেগ, আর এই অস্থির সময়ে ইউরোপ যেন একাই পড়ে যাচ্ছে নিরাপত্তার সংকটে! এই অনিশ্চয়তার মধ্যেই পাল্টে যাচ্ছে কূটনৈতিক সমীকরণ। যাকে এতদিন অনেক পশ্চিমা দেশ সন্দেহের চোখে দেখেছে, সেই তুরস্কই এখন হয়ে উঠছে ইউরোপের নিরাপত্তার অন্যতম চাবিকাঠি! আর এবার স্বয়ং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়ে দিলেন— ইউরোপের স্থিতিশীলতার জন্য তুরস্ক অপরিহার্য!
বৃহস্পতিবার (২৭ মার্চ) ম্যাক্রন বলেন, “ইউরোপের প্রয়োজন তুরস্ককে, আর তুরস্কের প্রয়োজন ইউরোপকে। এজন্য আমরা এমন একটি তুরস্ককে পাশে চাই, যারা ইউরোপের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে। পাশাপাশি নিজ দেশের গণতান্ত্রিক চর্চাও অব্যহত রাখবে।”
তিনি আরো বলেন, তুরস্ক একটি মহান দেশ। আমরা তাদের সম্মান করি। ইউরোপ মহাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য তারাও প্রতিশ্রুতিবদ্ধ।
বক্তব্যে, রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে তুরস্কের অবদানের বিষয়েও প্রশংসা করেছেন ফরাসি প্রেসিডেন্ট। ম্যাক্রন বলেন, ইউক্রেন ও কৃষ্ণ সাগরে স্থায়ী শান্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তুরস্ক।
সূত্র: রয়টার্স