বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে ইউক্রেন পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব

রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধ নিয়ে বৈঠকের জন্য মস্কো সফরের পর ইউক্রেনে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এক টুইটবার্তায় গতকাল বুধবার ইউক্রেনে পৌঁছানোর তথ্য জানিয়েছেন গুতেরেস।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জাতিসংঘের মহাসচিব টুইটারে লেখেন, মস্কো সফরের পর আমি ইউক্রেনে পৌঁছেছি। আমরা মানবিক সহায়তা সম্প্রসারণের কাজ চালিয়ে যাব এবং সংঘাতপূর্ণ এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। এ ছাড়া তিনি এ সংঘাত শেষ করার আহ্বান জানান।

অ্যান্তোনিও গুতেরেস আরও লেখেন, এ যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হবে, ইউক্রেন, রাশিয়া ও বিশ্বের স্বার্থে ততই ভালো হবে।

এর আগে গত ২৬ এপ্রিল গুতেরেস মস্কো সফর করেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ