বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

প্রবাসীদের ভোটগ্রহণের মাধ্যমে শুরু হলো তুরস্কের নির্বাচনের আনুষ্ঠানিকতা

প্রবাসী তুর্কিদের ভোটগ্রহণের মাধ্যমে আংশিকভাবে শুরু হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। চলবে আগামী ১৪ মে পর্যন্ত।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে শুরু হয় প্রবাসী তুর্কিদের ভোটগ্রহণের প্রক্রিয়া।

দেশটির স্থল সীমান্ত ও বিমানবন্দরের পাশাপাশি জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডস, বুলগেরিয়া ও গ্রিসেও রাখা হয়েছে ভোট প্রদানের ব্যবস্থা।

তুরস্কের সর্বোচ্চ নির্বাচনী সংস্থা সুপ্রিম ইলেকশন কমিটি দেশটির সীমান্ত, বিমানবন্দর ও নির্ধারিত দেশগুলোর তুর্কি দূতাবাসে ভোটগ্রহণের ব্যবস্থা করে।

সুপ্রিম ইলেকশন কমিটির তথ্যমতে, প্রবাসী তুর্কিরা ১৪ মে’র মূল নির্বাচনী দিবস পর্যন্ত যেকোনো সময় তাদের নিকটস্থ নির্ধারিত ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে পারবেন। তবে ডেনমার্কে থাকা প্রবাসী তুর্কিদের জন্য দূতাবাসে গিয়ে ভোট প্রদানের সুবিধা থাকবে ৯ মে পর্যন্ত।

জানা যায়, প্রবাসী তুর্কি ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি জার্মানিতে। মোট ১৫ লক্ষ ১হাজার ১শ ৫২ জন। তারপর ফ্রান্সে ৩ লক্ষ ৯৭ হাজার ৮৬ জন আর নেদারল্যান্ডসে ২লক্ষ ৮৬ হাজার ৭শ ৫৩জন।

এজন্য জার্মানির মোট ১৬ টি, ফ্রান্সের ৬টি ও নেদারল্যান্ডসের ২টি শহরে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

সূত্র: ডেইলি সাবাহ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ