শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫

যুদ্ধবিরতির মধ্যেই সুদানে তুরস্কের উদ্ধারকারী বিমানে গুলি; দায় নিচ্ছে না কোন পক্ষ

সুদানের রাজধানী খার্তুমের বাইরের একটি বিমানঘাঁটিতে তুরস্কের একটি উদ্ধারকারী বিমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

আজ (২৭ এপ্রিল) শুক্রবার এই ঘটনা ঘতে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

সুদানের সেনাবাহিনী জানিয়েছে, গুলির ঘটনায় কেউ হতাহত হননি এবং বিমানটি ওয়াদি সিদনাতে নিরাপদে অবতরণ করেছে। সেখানে এটিকে পরীক্ষা ও মেরামত করা হচ্ছে।

সুদানের সেনাবাহিনীিএ ঘটনায় প্রতিপক্ষ আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করছে।

তবে আরএসএফ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা যুদ্ধবিরতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে যুদ্ধবিরতি আরও ৩ দিনের জন্য বাড়ানোর জন্য সম্মত হয় তারা।

১৪ দিন আগে সুদানে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে শত শত মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে বাধ্য হয়েছে। এতে রাজধানী এবং এর আশেপাশের এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ খাদ্য, পানি এবং জ্বালানি সরবরাহ ছাড়া কোনোমতে দিন কাটাচ্ছে।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img