ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নৃশংস ধংসযজ্ঞের শিকার নিরিহ ফিলিস্তিনি হাজার হাজার পরিবার। ধ্বংসস্তূপের মাঝেই দিন কাটছে সেই পরিবারগুলোর।
যুদ্ধের আগেও যেখানে বিশাল বিশাল বিল্ডিং ছিল, দখলদার ইসরাইলের হামলায় এখন সেখানে ছোট ছোট তাঁবু। ইহুদিবাদী ইসরাইলের বোমা হামলায় গুড়িয়ে যাওয়া সেই আবাসিক ভবনগুলোর ধ্বংসস্তুপের উপরই তাঁবু করে বসবাস করতে শুরু করেছেন সহায়সম্বলহীন ফিলিস্তিনিরা।
গাজায় যে কয়েকটি স্থান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার মধ্যে বেইত লাহিয়া একটি। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় এখানে শিশু ও নারীসহ বেশ কয়েকজন নিহত হন। ধংস্তূপের মাঝেই খেলাধুলা করছে শিশুরা। আর সামনের দিনগুলো নিয়ে গভীর উদ্বেগ ও সংশয়ে দিন কাটাচ্ছেন বয়স্করা।











