মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

নির্বাচনের তারিখ ঘোষণা করল সিরিয়া

অন্তর্বর্তী সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সিরিয়া। চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হতে পারে এ নির্বাচন।

রোববার (২৭ জুলাই) এ ঘোষণা দিয়েছে সিরিয়ান নির্বাচনী কর্তৃপক্ষ।

সিরিয়ার গণপরিষদ নির্বাচন কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমদ জানান, আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তী স্থায়ী সংবিধান গৃহীত না হওয়া এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সংসদ আইন প্রণয়নের ক্ষমতা প্রয়োগ করতে পারবে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সম্প্রতি কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমাদ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট শার’আ এর সঙ্গে দেখা করেন। সেখানে অন্তর্বর্তী সরকারের আইনসভার জন্য নতুন ২১০ জন আইনপ্রণেতা রাখার পরিকল্পনা করা হয়। এর মধ্যে স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো ১৪০ সদস্য নির্বাচন করবে এবং বাকি ৭০ জনকে মনোনয়ন দেবেন প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়, স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো দুই-তৃতীয়াংশ আইন প্রণেতাদের নির্বাচন করবে এবং বাকিদের নাম ঘোষণা করবেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

বিশ্লেষকদের মতে, প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর গত বছরের ডিসেম্বরে ক্ষমতা নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমদ শার’আ আল জুলানীর হাতকেই আরও শক্তিশালী করবে এই আসন্ন পার্লামেন্ট।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img