আগামীকাল (২৯ আগস্ট) ররবিবার দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় ও খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
রাজধানীর খিলগাঁও-এ অবস্থিত মহাসচিবের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম ইনসাফকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈঠক উপলক্ষে হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ঢাকায় পৌঁছেছেন। এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ ও কাল সকালের মধ্যে রাজধানীতে পৌঁছবেন বলে জানা গেছে।
উল্লেখ: মরহুম আমীর আল্লামা জুনাইদ বাবুনগরীর ইন্তেকাল ও নতুন আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দায়িত্ব গ্রহণের পর এটিই কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠক।