ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুই আসামি গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে নিহতের পরিবারের সদস্য মুহাম্মাদ সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চম্পক নগর বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ফেরার পথে লইছকার বিলে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলারটি ডুবে গেলে ৫০ জনের মত যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও প্রাণ হারায় ২২ জন। আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ১৫ জন।
নৌকাডুবির ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ রুহুল আমীন তদন্ত কমিটির প্রধান। তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।