ফেনীর শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহাদ্দিস মাওলানা রফিক আহমাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২৮ আগস্ট) বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা রফিক আহমাদের ছেলে ফরিদ আহমাদ।
ফরিদ আহমাদ বলেন, গত বছরের অক্টোবরে দেশে আসেন বাবা। কিন্তু করোনা পরিস্থিতিতে আর যাননি। গত ১৩ আগস্ট বাবা করোনায় আক্রান্ত হয়ে শরীর খারাপ হতে থাকে। পরে আমরা তাঁকে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৩টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
ফরিদ আহমাদ আরও বলেন, মাওলানা রফিক আহমাদের জানাজা আগামীকাল রবিবার সকাল ৯টায় শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।