অবশেষে কাজে ফিরছেন চা শ্রমিকরা। সকালে চা বাগানগুলোতে দীর্ঘ ১৯দিন কাজে ফেরার কথা রয়েছে তাদের।
এর আগে শনিবার (২৬ আগস্ট) বাগান মালিকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর চা বাগানের শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চা-বাগানের মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে ১৭০ টাকা মজুরি নির্ধারণের পর এমন ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। নতুন মজুরি নির্ধারণের খবরে শনিবার সন্ধ্যার পর তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করে আন্দোলনরত চা-শ্রমিকরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে উল্লাস করতে দেখা যায় তাদের।
এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চা শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে খেয়ে না খেয়ে আন্দোলন করছেন তারা। দৈনিক মজুরি ১৭০ টাকা করায় তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।
চা শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, যৌক্তিক মজুরি ঘোষণা করায় রোববার থেকেই কাজে ফিরবেন তারা।