মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

আমেরিকা সফরে তাইওয়ানের চীন বিষয়ক কর্মকর্তা

spot_imgspot_img

আমেরিকা সফরে যাচ্ছেন তাইওয়ানের চীন নীতিসংক্রান্ত দেশটির মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রধান ও মন্ত্রী চিউ তাই-সান। তিনি সেখানে মার্কিন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে তাইওয়ানের আন্তর্জাতিক সমর্থন নিয়ে কথা বলবেন।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে চীন। কিন্তু তাইওয়ানের এতে তীব্র আপত্তি রয়েছে। তাইওয়ানের নাগরিকেরা নিজেদের স্বাধীন বলে মনে করেন।

মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। তাইওয়ান প্রণালিতে ব্যাপক সামরিক মহড়া শুরু করে বেইজিং। এখনো সেই মহড়া চলছে।

মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, মন্ত্রী চিউ আমেরিকার ব্রুকিং ইনস্টিটিউশনের গবেষকদের সঙ্গে ৬ সেপ্টেম্বর আলোচনা করবেন। এ ছাড়া পরের দিন সেন্টার ফর অ্যা নিউ আমেরিকান সিকিউরিটির কাউন্সিলের সঙ্গে আলোচনা হবে। এ ছাড়া তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করবেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img