মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

বিকালে হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়া

spot_imgspot_img

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। বিকালে গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে তাকে।

রোববার (২৮ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে আজ বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

তিনি জানান, পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মতো ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ২২ আগস্ট চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। সেদিন তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর রাতেই বাসায় ফেরেন তিনি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img