দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে গত ২ দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বুধবার (২৮ আগস্ট) সকাল থেকে পশ্চিম তীরে বড় ধরণের সামরিক অভিযান শুরু করে অবৈধ রাষ্ট্রটির সেনারা।
ইসরাইলী সংবাদমাধ্যমের তথ্যমতে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালাতে হেলিকপ্টার, ড্রোন, ট্যাংক ও বুলডোজার সহ ২ বিগ্রেড সেনা মোতায়েন করেছে ইসরাইল। ২০০২ সালের পর অঞ্চলটিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের এটিই সবচেয়ে বড় অভিযান। ইতিমধ্যে জেনিন শরণার্থী এলাকা, তুলকারেম, তুবাস ও জেনিনের প্রধান ২টি হাসপাতালে অভিযান চালানো হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এতে ১১ ফিলিস্তিনির মৃত্যু হয়।
অপরদিকে অবৈধ রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী কাটজ আজ এক সংবাদ সম্মেলনে অভিযানের কথা স্বীকার করে বলেন, অভিযানকালীন বেসামরিক লোকদের প্রাণহানি থেকে রক্ষায় পশ্চিম তীরের উত্তরাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটি ফিলিস্তিনিদের স্থানান্তর প্রশিক্ষণের অংশ।
সূত্র: আনাদোলু











