বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

শেখ মুজিবের ডিঙি নৌকা জাহাজে পরিণত করেছেন শেখ হাসিনা: শিবলী সাদিক

দিনাজপুর-৬ আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক বলেছেন, শেখ মুজিবের স্বপ্নের সেই ডিঙি নৌকাটি তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাজে পরিণত করেছেন। তবে এই জাহাজ সেই জাহাজ নয়। বিশ্বে একটি বড় জাহাজ ছিল টাইটানিক, সেটিও ডুবে গেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে জাহাজ তৈরি করেছে বাঙালির বুকে সেই জাহাজ এতো সহজে নষ্ট হবার নয়। তিলে তিলে আজ টাইটানিকের চেয়েও বেশি শক্তিশালী হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ডিগ্রি কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ও দুআ মাহফিলে তিনি এসব কথা বলেন।

শিবলী সাদিক বলেন, আমরা বঙ্গবন্ধুকে দেখি নাই, আমরা শেখ হাসিনাকে দেখেছি। বঙ্গবন্ধুর কার্যক্রম কেমন হতো আমরা শেখ হাসিনার কার্যক্রমের মাধ্যমে তার প্রমাণ পেয়েছি। আওয়ামী লীগ হলো একটি হীরের দল। এই দলকে নড়বড়ে করা অনেক কষ্টকর।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ